সৌদিতে বাংলাদেশী প্রতারকের খপ্পরে বাংলাদেশী প্রবাসীরা

সৌদিতে বাংলাদেশী প্রতারকের খপ্পরে বাংলাদেশী প্রবাসীরা

কাজের সন্ধানে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার বাংলাদেশী প্রবাসীরা। সহায়-সম্বল বিক্রি করে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশ গিয়ে প্রতারণার শিকার হন তারা। 

অনেকে কোন কাজ না পেয়ে বিভিন্ন মাধ্যমে কাজের সন্ধান পান, কিন্তু কাজ পেতে হলে দালালকে ৩/৪ হাজার রিয়াল দিতে হবে এমনটা দাবি করেন দালাল চক্র। অনেক বাংলাদেশীরা দেশে থাকা আত্মীয় স্বজনের মাধ্যমে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে দালালের দেওয়া একাউন্টে টাকা পাঠিয়ে দেন, আবার অনেক বাংলাদেশী সৌদি আরবে একাউন্টে রিয়েল দিয়ে দেন কাজের আশায়।

টাকা পাওয়ার পর দালাল চক্র মোবাইল ফোন বন্ধ করে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এভাবেই প্রতারিত হচ্ছেন হাজার হাজার বাংলাদেশী প্রবাসী।  

এমন কিছু প্রতারিত হওয়া প্রবাসীদের মাধ্যমে জানতে পারি দালাল চক্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে ভালো চাকরি দিবেন বলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রতারিত হওয়া প্রবাসীরা দালালদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে প্রতারিত হচ্ছেন।

  

দালালের কাছে প্রতারিত হওয়া এমন একজন ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেন, ভালো চাকুরি দেয়ার কথা বলে তার থেকে ৪০০০ রিয়াল চেয়ে বসেন , পরে ৩০০০ রিয়ালে কাজ দিবেন বলে দালালের একাউন্টে রিয়াল পাঠাতে বলেন, কথা অনুযায়ী দালালের একাউন্টে ভুক্তভোগী ৩০০০ রিয়াল পাঠান কিন্তু টাকা পেয়ে দালাল তার মোবাইল নাম্বার বন্ধ করে দেন তারপর থেকে ওই মোবাইল নাম্বারে আর কল যায় না।

তিনি আরো বলেন তিনি যে একাউন্টে টাকা পাঠিয়েছেন সেই টাকা দালালের একাউন্টে পাঠিয়েছেন দালালের নাম রফিকুল ইসলাম, এবং টাকা নিয়েছেন অন্য একটি দালালের একাউন্টে তার নাম শফিকুল ইসলাম। এভাবে হাজার হাজার বাংলাদেশী প্রবাসী প্রতারিত হচ্ছে সৌদি আরবে। প্রতারকদের মোবাইল নাম্বার +966503858919/ +966536578028

মন্তব্যসমূহ (০)


Lost Password