২০ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে থাকতে চান বৃদ্ধাশ্রমে

২০ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে থাকতে চান বৃদ্ধাশ্রমে
MostPlay

২০ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে থাকতে চান বৃদ্ধাশ্রমে। হাড়ভাঙ্গা খাটুনিতে শারিরীক অসুস্থতায় ঢাকায় ফিরে এমন আকুতি ইসমাইল আলীর। স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও পরিবার পরিজন না থাকায় জীবনের শেষ সময়টা কাটাতে চান বৃদ্ধাশ্রমেই।

মালয়েশিয়া থেকে অসুস্থ হয়ে দেশে ফিরে এখন ঠাঁই হয়েছে আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে। দীর্ঘ ২০ বছর পর মালয়েশিয়া থেকে বুধবার (৩১ জানুয়ারি) অসুস্থ হয়ে দেশে ফিরেছেন রেমিট্যান্স যোদ্ধা ইসমাইল আলী। দেশে ফিরে যাবেন পরিবারে কাছে।

সবাইকে নিয়ে কাটাবেন আনন্দঘন সময়। কিন্তু দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে ভাগ্যে জুটলো বৃদ্ধাশ্রম। ঠাঁই হয়েছে আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টার। বিদেশ ফেরত রেমিট্যান্স যোদ্ধা ইসমাইল আলীর তথ্য মতে, তিনি মালয়েশিয়াতে দীর্ঘ ২০ বছর ছিলেন।

গত এক বছর অগে প্যারালাইসড হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। মালয়েশিয়ার হাসপাতাল থেকে আজ দেশে ফিরেছেন তিনি। ইসমাইল আলী বলেন, দেশে তার কোন পরিবার পরিজন নেই। এখন তার দেশে থাকার কোন আশ্রয় না থাকায় বৃদ্ধাশ্রমেই থাকতে চান।

মন্তব্যসমূহ (০)


Lost Password