রিমালের আঘাতে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

রিমালের আঘাতে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

বাগেরহাটের মোংলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বাতাস এখনও সোমবার (২৭ মে) অব্যাহত রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, ঝড়ে এখানকার প্রায় ৮ হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে।

১০-১২টি গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৩০ হাজার নারী-পুরুষ ও শিশু। এ ছাড়া বিভিন্ন এলাকার প্রায় ২ হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস। এদিকে, ঝড়ের কারণে রবিবার সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password