কোরবানির পশুর বর্জ্য অপসারনে দুই সিটি কর্পোরেশনের পরিকল্পনা

কোরবানির পশুর বর্জ্য অপসারনে দুই সিটি কর্পোরেশনের পরিকল্পনা

কোরবানির পশুর বর্জ্য অপসারনে দুই সিটি কর্পোরেশনের পরিকল্পনা এবার বেশ চ্যালেঞ্জিং হবে মনে করছেন দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। তারা জানান প্রতিবারের মতো এবারও তারা কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারনের জন্য নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছেন।

ঈদের দিন দুপুর ২টা থেকে পরিছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করবেন, আর ২৪ ঘন্টার মধ্যে বর্জ্যমুক্ত হবে দুই সিটি। ঢাকা উত্তর সিটিতে ১০ হাজার মেট্রিক টন ও দক্ষিন সিটি কর্পোরেশনে প্রায় ৮ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হতে পারে যা ফেলার জন্য নির্ধারণ করা হয়েছে দুইটি স্থান। আর বর্জ্য এই অপসারনে দুই সিটিতে কাজ করবে প্রায় ১৫ হাজার কর্মী।

এছাড়াও যেই যেই ওয়ার্ডে আগে আগে বর্জ্য অপসারন হবে সেখান থেকে প্রথম তিন ওয়ার্ড কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password