সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আরো ৩.৫ মিলিয়ন ডোজ মডের্নার টিকা আসছে

সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আরো ৩.৫ মিলিয়ন ডোজ মডের্নার টিকা আসছে

যুক্তরাষ্ট্র থেকে আরো ৩.৫ মিলিয়ন ডোজ মডের্নার টিকা আসবে সোমবার। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ২.৫ মিলিয়ন ডোজ মডের্নার টিকা আমাদের দিয়েছে। সর্বমোট ৬ মিলিয়ন, অর্থাৎ ৬০ লাখ ডোজ টিকা আসলো যুক্তরাষ্ট্র থেকে ১ মাসের মধ্যে। আর জাপান থেকে আসবে ২৯ লাখ টিকা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেরাম থেকে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পর টিকার জোগাড় করা ছিল খুবই কঠিন কাজ‌ । আবার মডের্না,ফাইজার, আস্ট্রাজেনেকা এর মতো ৯০+% কার্যকর টিকা পাওয়া ছিল আরো চ্যালেঞ্জিং।

বাংলাদেশের মতো নিম্ন মধ্যমসারির দেশগুলো ধাপে ধাপে কোভেক্স এর আওতায় টিকা পাবে ঠিক আছে। কিন্তু সঙ্কটের সময় আগেভাগে বেশি পরিমাণে টিকার জোগাড় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কুটনৈতিক সফলতা সকলের নজর কেড়েছে। অনেক দেশ বর্তমানে চীনের সিনোভেক দিয়ে সঙ্কট মোকাবেলা করতেছে যেটা সিনোফার্ম থেকেও কম কার্যকর। আর এ বছরের শেষের দিকে জনসন এন্ড জনসনের বিশাল পরিমাণ টিকা ক্রয়ের চুক্তি করে রাখা হয়েছে। আগামী তিন চার মাস এভাবে মডের্না,ফাইজার, আস্ট্রাজেনেকা আসবে, তারপর জনসন এন্ড জনসন থেকে ক্রয়ক্রীত টিকা দিয়ে দেশের সম্পূর্ণ চাহিদা মেটানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password