সঙ্গমের নতুন কায়দা সাইড সেক্স

সঙ্গমের নতুন কায়দা সাইড সেক্স

নানা সময়ই জনপ্রিয় হয়ে ওঠে সঙ্গমের নানা ধরন। এই যেমন, বিশ্ব দরবারে যৌনতার ক্ষেত্রে এখন খুবই পপুলার ‘সাইড সেক্স’। অর্থাৎ দু’জনের শরীরকে পাশাপাশি রেখেই সঙ্গম মত্ত হওয়া। যৌন বিশেষজ্ঞরা বলছেন, মূলত এই ‘সাইড সেক্স’ জনপ্রিয় হয়ে উঠেছে মার্কিন দুনিয়ায়।

মূলত, যাঁদের শরীরে বেশিমাত্রায় মেদ রয়েছে, তাঁরাই নাকি মেতে ওঠেন এই সাইড সেক্সে। যৌন বিশেষজ্ঞরা বলছেন, এই ‘পাশাপাশি আদর’ ব্যাপারটা একেবারে অন্যরকম। অর্থাৎ এখানে পুরো রতিক্রিয়াটি চলে একেবারে পাশাপাশি শুয়ে থেকেই। চুমু থেকে শুরু হয়ে, পুরো ফোরপ্লে চলে পাশাপাশি থেকেই।

শুধু তাই নয়। মহিলা ও পুরুষের যৌনাঙ্গের মিলনও ঘটে এই পাশাপাশি অবস্থানেই। যৌন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের যৌনতার খেলা চলে খুবই ধীর মাত্রায় যাঁরা ওয়াইল্ড সেক্সে একেবারেই স্বচ্ছন্দ্য নয়, তাঁরাই পছন্দ করে থাকেন এই ধরনের যৌনতায়। এমনকী, এই ধরনের সেক্স খুবই জনপ্রিয় সমকামি যৌন সম্পর্কেও।

মন্তব্যসমূহ (০)


Lost Password