ঘরেই তৈরি করে নিন হেয়ারপ্যাক

ঘরেই তৈরি করে নিন হেয়ারপ্যাক
MostPlay

নিয়মিত তেল,শ্যাম্পু ব্যবহার করার পাশাপাশি চুলের বাড়তি যত্নেরও দরকার হয়। এসব হেয়ারপ্যাক যদি তৈরি করা হয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে। যার কারণে এটি চুলে আনে ঝলমলে ভাব। ঘরে বসেই তৈরি করা যায় এমন কিছু হেয়ারপ্যাক তৈরির নিয়মাবলি চলুন জেনে নিই-

১)পাকা কলা,লেবুর রস,মধু একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ১০-১৫ মিনিট চুলে লাগিয়ে রাখুন এবং এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২) ঠান্ডা করা চায়ের লিকারের সাথে ১/৩ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে রাখুন। শ্যাম্পু ব্যবহার করার পর মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩) দই ও ডিম একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি কিছু সময় চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১/২ দিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করার ফলে চুলের রুক্ষতা দূরীভূত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password