মোহনপুরে পানিতে ডুবে ২জন শিশুর মৃত্যু

মোহনপুরে পানিতে ডুবে ২জন শিশুর মৃত্যু

রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাঁড়তা গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়।

আজ ২৭শে এপ্রিল শনিবার সকাল আনুমানিক ৯,০০ টার দিকে খাঁড়তা গ্রামে দরগা পুকুরের পানিতে ডুবে ২ জন শিশুর মৃত্যু হয়। শিশু ২ জন হলো খাঁড়তা গ্রামের রুবেলের ছেলে রজব আলী (৪বছর) এবং খাঁনপুর পুর গ্রামের মুকুলের মেয়ে কেয়া মনি (৪বছর ৬মাস)।

জানা যায়, কেয়া মনির মা সানজিদা খাতুন খাঁনপুর হতে তার বোন রজবের মা শান্তার বাড়িতে দাওয়াত খেতে খাঁড়তা গ্রামে আসে। ঐ ২জন শিশু সকাল বেলা এক সঙ্গে খেলছিলো। এক সময় পুকুর থেকে তাদের মৃত: দেহ ভেসে উঠলে দেখতে পায় এলাকাবাসী।

পরে এলাকাবাসী মোহনপুর থানায় খবর দিলে ঘটনাস্হলে থানা পুলিশ উপস্থিত হয়।সংবাটি লেখা পর্যন্ত আর কোনো কিছু জানা যায় নাই।

মন্তব্যসমূহ (০)


Lost Password