মঈন-হাসিবুলের নেতৃত্বে কুবির লিও ক্লাব

মঈন-হাসিবুলের নেতৃত্বে কুবির লিও ক্লাব

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) এর লিও ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সভাপতি হয়েছেন মো. তরিকুল ইসলাম মঈন এবং সাধারণ সম্পাদক হয়েছেন, মো. হাসিবুল হোসাইন। শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৪ এ কিংস নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার লায়ন মো. কাউসার এর সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। উক্ত ক্লাবের সহ-সভাপতি হিসেবে মনোনীত হন নুরুল ইসলাম জামশেদ।

মেম্বারশিপ চেয়ারপারসন হিসেবে মনোনীত হন, সাবেক সভাপতি শারমিন আক্তার কেয়া। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সুনেহরা রহমান। কোষাধ্যক্ষ হিসেবে ফারিয়া আক্তার ভূইয়া রিমি। টিম ডিরেক্টর হিসেবে সুমাইয়া আক্তার শিমু। অর্গানাইজিং সেক্রেটারি নাফেউ খান। পি.আর এ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে হোসাইন মোহাম্মদ মনোনীত হন। এইচ.আর এ্যান্ড এডমিন এর ডিরেক্টর হিসেবে আমেনা আক্তার ও সহকারি ডিরেক্টর হিসেবে, ফাতেহা আক্তার, নাজমুস সাকিব ও আল আমিন মনোনীত হয়েছে।

ইভেন্ট এ্যান্ড ক্রিয়েটিভ টিমের ডিরেক্টর, জাওয়াদ উর রাকিন খান সহ সহকারি ডিরেক্টর হিসেবে মোহাম্মদ আমজাদ হোসাইন, আব্দুল আজিজ, সাবেদ মো. জুনায়েদ মনোনীত হয়েছেন। মার্কেটিং এ্যান্ড প্রমোশন ডিরেক্টর হিসেবে মো. আরিফুর রহমান সিয়াম ও সহকারি ডিরেক্টর, মো. সাজ্জাদ হোসেন, মো. ফাহিম হোসেন, মোহাম্মদ হাসান গাজী মনোনীত হয়েছেন। মেম্বারশিপ ডেভলপমেন্ট ডিরেক্টর হিসেবে সায়মন আব্দুল্লাহ আজাদ এবং সহকারি ডিরেক্টর হিসেবে ফারহা খানম, সায়েদ হাসান কানন ও রফিকুল ইসলাম মনোনীত হন।

প্রেস এ্যান্ড পাবলিকেশন্স ডিরেক্টর হিসেবে মরিয়ম আক্তার শিল্পী ও সহকারি ডিরেক্টর হিসেবে আতিকুর রহমান তনয় মনোনীত হন। কালচারাল এ্যান্ড স্পোর্টস ডিরেক্টর হিসেবে রাবেয়া ভূইয়া অন্তু এবং সহকারি ডিরেক্টর হিসেবে মোসা. জেরিন উদ্দিন জেরিন ও আকাশ দেব নাথ মনোনীত হন। উল্লেখ্য, ২০২৪-২৫ সময়কালের উক্ত কমিটি আগামী এক বছরের জন্য কাজ করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password