কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৫ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ সাইফুল ইসলাম তাওহীদ ও সাধারণ সম্পাদক (জিএস) পদে শাহিনুল ইসলাম গালিব নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং ক্লাসরুমে সকাল ১০টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, উৎসব আমেজে সকালেই নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচন শেষ হয় বেলা ১টায় এবং নির্বাচনের ফলাফল বেলা ৩টায় প্রকাশ করা করা হয়।
তাছাড়া এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সেজান খান, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ-আল-ফেরদৌস, কোষাধ্যক্ষ পদে মো. নাবিল হোসেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেসাঃ মারূফা আক্তার এবং কার্যনির্বাহী পদে শিব্বির আহমেদ, নাদিয়া জাহান নিতু, ফারজানা আক্তার, তামান্না ভুঁইয়া ও এনামুল হক শোয়াইব নির্বাচিত হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার শারমিন রেজওয়ানা বলেন, 'এতো সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, নির্বাচনে জয়-পরাজয় জেনেই তোমরা নির্বাচনে অংশগ্রহণ করেছো। আশা করি তোমরা যোগ্য প্রার্থীকেই মনোনীত করেছো, তাদের অক্লান্ত পরিশ্রমে এই আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এগিয়ে যাবে।
নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাইফুল ইসলাম তাওহীদ বলেন, 'মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্নতত্ত্ব বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতায় আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এগিয়ে যাবে। নবনির্বাচিত কমিটির ভিপি হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন