বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজে নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মা কে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
ভেতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময়ই দেশের খোঁজ খবর রাখছেন। একই সঙ্গে জনগনের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন।
চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, স্থিতিশীল অবস্থায় আছেন। অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। আজকে নিজে (খালেদা জিয়া) হাঁটাহাঁটি করছেন। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই মানসিক কিছুটা উন্নত হয়। উনি (খালেদা জিয়া) সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন। জনগণের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের তাগিদ দিচ্ছেন। এদিন প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডী হাসপাতালে এসে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
আগের চেয়ে বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রফেসর প্যাট্রিক এখানে এসছিলেন। তিনি দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেয়া হয় সেটা উনারা দিয়েছেন। ফিজিওথেরাপি নেয়ার পর তিনি কিছুটা ভালো আছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার (৮ জানুয়ারি) লন্ডন পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় তাকে। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে বেগম জিয়ার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন