নারায়ণগঞ্জে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শোক

নারায়ণগঞ্জে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শোক

নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ঘটনায় ৫২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে একই সাথে অগ্নিকান্ডের ঘটনায় জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা।

আজ ১০ জুলাই ২০২১ শুক্রবার সংবাদ মাধ্যমে নেতৃদ্বয় বলেন, “মর্মান্তিক এ দূর্ঘটনায় এ পর্যন্ত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ১২-১৫ বছরের কিশোর। এখনো শতাধিক শ্রমিক নিখোঁজ। অপরিকল্পিত ভবন, একটি মাত্র প্রধান ফটক, ফায়ার এলার্ম না থাকা, আগুন লাগার পরও সিড়িতে তালা, সর্বোপরি কারখানা পরিচালনা অব্যবস্থা এ দূর্ঘটনার জন্য দায়ী। আমরা এ অগ্নিকান্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর প্রশাসনিক ও আইনী ব্যাবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, “অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অগ্নিকান্ডের ঘটনায় গাফিলতির জন্য কারখানা মালিকসহ দায়ী সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

মন্তব্যসমূহ (০)


Lost Password