আগামীতে পৌনে দুই কোটি ডোজ করোনা টিকা আসছেঃ স্বাস্থ্যমন্ত্রী।

আগামীতে পৌনে দুই কোটি ডোজ করোনা টিকা আসছেঃ স্বাস্থ্যমন্ত্রী।

আগামী দেড় মাসে ফাইজার, সিনোফার্ম ও অক্সফোর্ডের পৌনে ২ কোটি করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভারত টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ এক গভীর সংকটে পড়েছিলো। সেরাম ইন্সটিটিউট থেকে অ্যাস্ট্রজেনেকার কোভিশিল্ড তিন কোটি ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু প্রতিষ্ঠানটি থেকে এখন পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। আরও ৩২ লাখ টিকা সরকার পেয়েছে উপহার হিসাবে। বাকি টিকা এখনও দেয়নি প্রতিষ্ঠানটি।

এর মধ্যেই বাংলাদেশ বিভিন্ন উৎস হতে টিকার জন্য জোড় প্রচেষ্টা চালায়। আর এতে সফলতা লাভ করে বাংলাদেশ। চীন থেকে সিনোফার্ম এর প্রায় ৩ কোটি টিকা ক্রয় ও কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ টিকা, ফাইজার ১ লাখ ছয় হাজার টিকা ও জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। আর বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র লকডাউন বা বিধিনিষেধের মধ্য দিয়ে লোকজনকে সচেতন করা যাবেনা। দেশে সংক্রমনের হার ও মৃত্যুহার কমানোর জন্য গনটিকা কর্মসূচির বিকল্প নেই। গত কিছুদিন ধরেই শনাক্তের হার ৩২ শতাংশ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যাও ২০০ এর ঘরে পৌঁছেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password