চালু হলো পণ্যবাহী ট্রেন চলাচল চিলাহাটি-হলদীবাড়ি রেলপথে

চালু হলো পণ্যবাহী ট্রেন চলাচল চিলাহাটি-হলদীবাড়ি রেলপথে

দীর্ঘ ৫৬ বছর পর সচল হলো বাংলাদেশ-ভারত বাণিজ্যের আরেকটি নতুন দুয়ার। যা ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। চিলাহাটি-হলদীবাড়ি রেলপথে ৪০ ওয়াগন পাথর নিয়ে ভারতের কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চিলাহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

রবিবার (১লা আগস্ট) বিকাল ৫টা ২২ মিনিটে ভারতের আলিপুর দুয়ার ডিভিশনের ডামডিম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রেনটি হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে ভারতীয় ইঞ্জিনের মাধ্যমে বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনটিতে ২২৮৬.২০ মেট্রিক টন পাথর বোঝাই করে আনা হয়। এদিন বাংলাদেশ রেলওয়ে ও কাস্টমসের রাজস্ব আয় দাঁড়ায় ২৬ লাখ ১ হাজার ২৭৫ টাকা।

পণ্যবাহী ট্রেনটিতে আসেন ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এস.আর. গুডস গার্ড নির্মল গোরামি, নরদ পোদ্দার, বিনোদ কুমার, মুকেশ কুমার সিং, এলপি বিবেকানন্দ চৌধুরী, মনজিৎ পাল, রাবিশ পেটেল, রাকেশ কুমার। এসময় ভারত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানান বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password