লকডাউন দেখতে এসে শুধু ঢাকাতে ২৪৯ জন আটক, ৭৩ জন গ্রেফতার

লকডাউন দেখতে এসে শুধু ঢাকাতে ২৪৯ জন আটক, ৭৩ জন গ্রেফতার

হুর হুর করে দেশে বাড়ছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েকদিন ধরেই করোনা মৃত্যুর সংখ্যা যেন শতক এর ঘর থেকে নামছেই না। এমতাঅবস্থায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে ৭ দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন চলছে।

কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে করোনাকে পাত্তা না দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ পালন না করে রাস্তায় লকডাউন কেমন চলছে তা দেখতে বেরিয়ে আসেন একদল উৎসুক জনতা। এমন অবস্থায় ২৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও ৭৩ জনকে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর  হাতে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা এবং ১০টি দোকানের কাছ থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে দণ্ডবিধির ধারা ২৬৯ অনুযায়ী ২৩ হাজার ৫০০ টাকাসহ মোট ৩ লাখ ২০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন দেখতে বের হওয়ায় ৪৬টি গাড়ি রেকারিং ও ৬ টি গাড়ি জব্দ করা হয়েছে। ২২২ টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে সাজা প্রদান করা হয়েছে।

 

আজ লকডাউনের প্রথম দিনে আটকের দিক দিয়ে সবচেয়ে বেশি আটক করা হয়েছে তেজগাঁও এলাকা থেকে। সেখান থেকে মোট ১৬৭  জনকে আটক করা হয়েছে। মিরপুর থেকে আটক করা হয়েছে ৭৫ জনকে। এছাড়াও অভিজাত এলাকা গুলশান থেকে আটক করা হয়েছে ৭ জনকে।

সবচেয়ে বেশি জরিমানা আদায় করা হয়েছে ওয়ারী বিভাগ থেকে। সেখান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে নিয়মিত মামলা দিয়ে লালবাগ বিভাগ থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর একই ধরনের মামলায় উত্তরা থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password