হেফাজতের কেন্দ্রীয় নেতা শরিফুল্লাহ গ্রেপ্তার

হেফাজতের কেন্দ্রীয় নেতা শরিফুল্লাহ গ্রেপ্তার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক মুফতি শরিফুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ধর্মভিত্তিক সংগঠনটির ঢাকা মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত রাতে যাত্রাবাড়ী এলাকায় ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের এডিসি আজহারুল ইসলাম মুকুল বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরহাজিরবাগ এলাকা থেকে মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ৫ মে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলার তিন নম্বর আসামি শরিফুল্লাহ। তাকে ওই ঘটনায় বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে তাকে নিয়ে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত রবিবার চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার থেকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এদিকে সারাদেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে বাবুনগরী বলেন, বিগত ২০১৩ সালে দায়ের করা মিথ্যা মামলায় দীর্ঘ আট বছর পর গ্রেপ্তার হওয়া নতুন ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। এটা উদ্দেশ্যপ্রণোদিত।

মন্তব্যসমূহ (০)


Lost Password