আফগানিস্তান নিয়ে পররাষ্ট্র সচিবের বক্তব্য

আফগানিস্তান নিয়ে পররাষ্ট্র সচিবের বক্তব্য

আফগানিস্হানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্হান এখনো নিরপেক্ষ। বাংলাদেশ চায় সেদেশে শান্তি বজায় থাকুক। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আফগানিস্তান পরিস্হিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে বাংলাদেশের।

একইসঙ্গে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়েও সজাগ আছে সরকার। তিনি বলেছেন “আমরা অবশ্যই চাই, আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা বিরাজ করুক। আমরা পরিস্থিতির ওপরে তীক্ষ্ণ নজর রাখছি এবং সকল পক্ষকে আহ্বান জানাই, তারা যেন সংযত আচরণ করে।

তালেবানকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে পশ্চিমা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, সমঝোতা করেছে এবং সৈন্য প্রত্যাহার সবই হচ্ছে একটি বোঝাপড়ার মাধ্যমে। যে সমঝোতা হয়েছে সেটি এর সঙ্গে জড়িত পক্ষগুলো মেনে চলুক, সেটাই বাংলাদেশ চায়।

তবে সম্প্রতি দেখা যাচ্ছে, তালেবানরা কিছু আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। এটি সমঝোতার অংশ কিনা আমি জানি না, তবে সেখানে কোনও বিশৃঙ্খল পরিবেশ বা নিরাপত্তা ব্যবস্থা খারাপ হয়ে যাক, এটি আমাদের কাম্য নয়। আফগানিস্তানের অস্থিরতার কারণে এখানে কেউ যাতে ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এখানে কারও সঙ্গে কোনও যোগাযোগ হলো কিনা, এটি যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই সজাগ দৃষ্টি রাখছেন। 

তিনি আরো জানান “আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ, সার্কের সদস্য এবং ওআইসির সদস্য। আফগানিস্তানে কয়েকটি বাংলাদেশি এনজিও কাজ করে। কাবুলে আমাদের দূতাবাস নেই। কিন্তু ঢাকায় আফগানিস্তানের দূতাবাস রয়েছে। আফগানিস্তানে অবস্থিত বাংলাদেশিদের ফেরত আনা হবে কিনা তা এখনো নিশ্চিত নই,কারণ আমরা এখনও এধরনের কোনও অনুরোধ পাইনি, তবে বেশ কয়েকটি দেশ তাদের বেসামরিক নাগরিকদের ফেরত নিয়ে যাচ্ছে। ওই দেশের অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে, বিশেষ করে এশিয়ান ইউনিভার্সিটি অব ওম্যানে।"

মন্তব্যসমূহ (০)


Lost Password