কাতারে ফুল ডোজ টিকা নিলেই লাগবে না কোয়ারেন্টাইন

কাতারে ফুল ডোজ টিকা নিলেই লাগবে না কোয়ারেন্টাইন

স্থানীয় নাগরিক ও অভিবাসীদের জন্য সুখবর দিল কাতার। দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করলে কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। প্রবাসীরা ছয় মাস ছুটি কাটিয়ে কাতার ফিরে আসলে লাগবে না হোটেল ও হোম কোয়ারেন্টান, তবে ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেয়ার ১৪ দিন পর থেকে ছয় মাস গণনা শুরু হবে।

কাতার সরকারের নিয়ম অনুযায়ী, কম ঝুঁকিপূর্ণ ১৮ দেশ থেকে কাতার ফিরে আসলে ৭ দিন হোম কোয়ারেন্টাইন, বাকি সবদেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক ৭ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয় নিজ খরচে। বাকি ৭ দিন বাসায় হোম কোয়ারেন্টাইন, ১৪ দিন পরে মেলে মুক্তি।

হোটেল কোয়ারেন্টাইন আর হোম কোয়ারেন্টাইনের ঝামেলায় ছুটিতে যাওয়া প্রবাসীরা ছিলেন বিপাকে। তবে ছুটিতে যাওয়াদের জন্য নতুন সুখবর দিল কাতার। দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিরা ছয় মাস ছুটি কাটিয়ে ফিরে আসতে লাগবে না হোম কোয়ারেন্টাইন।

ভ্যাকসিন নেয়া কাতার প্রবাসী মোজাম্মেল হোসেন সোহাগ বলেন, আলহামদুলিল্লাহ, আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিলাম, প্রত্যেক প্রবাসীর উচিত দেশে ছুটিতে যাওয়ার আগে ভ্যাকসিন নেয়া। কারণ কাতার থেকে ভ্যাকসিন নিলে দেশ থেকে ছুটি কাটিয়ে আসলে আর কোয়ারেন্টাইন লাগবে না।

আরেক কাতার প্রবাসী মনির হোসেন বলেন, আমি এখনো ভ্যাকসিন নিতে পারিনি, নেয়ার জন্য চেষ্টা করছি। আশা করি পেয়ে যাব। প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের উচিত কাতার থেকে ভ্যাকসিন নেয়া।

অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যার কাতারে এরই মধ্যে প্রায় ৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। দেশটিতে স্থানীয় নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

তবে কাতারে এখনো প্রতিদিন করোনার গড় আক্রান্তের হার সাড়ে চারশো জনের বেশি। এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ১২ হাজার, দেশটি এ পর্যন্ত ৪০ জন প্রবাসী বাংলাদেশিসহ মারা গেছেন ২৬৫ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password