আবারও বঙ্গবাজার মার্কেটের সামনে বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটে

আবারও বঙ্গবাজার মার্কেটের সামনে বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটে

আবারও বঙ্গবাজারে আগুনের ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে। আজ শনিবার ভবনটির ৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পান বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি এর আগে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানিয়েছিলেন যে শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে, ৭৫ ঘন্টা পর বঙ্গবাজারে আগুন নেভানো সম্ভব হয়। বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, “সকাল ৮টা ৫ মিনিটের দিকে বরিশাল প্লাজা মার্কেটের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার পর লাগা আগুনে বঙ্গবাজারের ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবার আরেক মার্কেটে আগুন লাগলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password