নয়াপল্টনে যৌথ সভা, সভা শেষে সংবাদ সম্মেলন

নয়াপল্টনে যৌথ সভা, সভা শেষে সংবাদ সম্মেলন

সরকার বিরোধী দল বিএনপি কে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে বলে দাবি করেন বিএনপি এর মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ তারিখ সোমবার দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় ২১ আগষ্ট গ্রেনেড হামলা কে দেশের রাজনীতির সবচেয়ে জঘন্য ঘটনা উল্লেখ করে বিএনপি এর মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দল কে এতে জড়ানো হয়েছে। গনতন্ত্র পুনঃ উদ্ধারে সব শ্রেনী পেশার মানুষ কে অংশগ্রহণ এর আহ্বান জানান বিএনপি এর মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে যৌধ সভার আয়োজন করে বিএনপি।

বিএনপি এর মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে সভায় অংশ নেন বিএনপি এর কেন্দ্রীয় নেতা কর্মীরা। এরপর সংবাদ সম্মেলনে বিএনপি এর মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান নির্বাচন সামনে রেখে এই সরকার ভয়াবহ কিছু ঘটিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছেন।

২১ আগষ্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে বিএনপি মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঘটনাটি দেশের রাজনীতিতে সবচেয়ে জঘন্য ঘটনা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনায় বিএনপি নেতা কর্মীদের নাম উল্লেখ করার অভিযোগ করেন তিনি। দেশের ইতিহাসে সবচেয়ে সংকটময় সময় পার করছে বিএনপি মন্তব্য করে গনতন্ত্র ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব মুক্তি যুদ্ধে সকল শ্রেনী পেশার মানুষ কে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বিএনপি এর নেতা কর্মীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password