কঠোর লকডাউন মানতে অনীহা ঢাকাবাসীর।

কঠোর লকডাউন মানতে অনীহা ঢাকাবাসীর।

সরকার আরোপিত সারাদেশ লকডাউনে বন্দী থাকলেও ঢাকার মানুষকে তা মানতে নারাজ। প্রতিদিন অলিতে গলিতে লকডাউন উপেক্ষা করেই বের হচ্ছেন হাজারো মানুষ। প্রধান সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও অলিতে গলিতে তা কম থাকার মানুষ সেই সুযোগ কাজে লাগাচ্ছে। তার মধ্যে কেউ কেউ তো মাস্কই পরিধান করছে না, আর সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা।

হোটেল-রেস্টুরেন্ট থেকে বাসায় পার্সেল নেওয়ার কথা বলা থাকলেও অনেক হোটেলে দেখা যায় মানুষ বসেই খাওয়া দাওয়া করছে, চা এর টং দোকান গুলোতেও দেখা যাচ্ছে জটলা। এছাড়া সবখানে মাস্ক পরিধান করার সতর্কবার্তা থাকলেও মাস্ক যেনো অনেকের কাছেই অপরিচিত বস্তু। তাদের জিজ্ঞেস করলেই পাওয়া যায় নানা অজুহাত। পুলিশ কর্মকর্তারা বলছেন, চেকপোস্ট বা জরিমানা করেই মানুষকে সচেতন করা সম্ভব নয়, মানুষের দেশের ও পরিবারের জন্য নিজেকেই নিজের সচেতন করতে হবে।

এইদিকে দেশে করোনা মহামারী ব্যাপক তান্ডব চালাচ্ছে। গতদিন দেশে করোনায় ২০১ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজার ছয়শত। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার প্রায় ৩২ শতাংশে পৌছে গেছে। বিভিন্ন মেডিকেলে দেখা দিচ্ছে বেড ও অক্সিজেন সংকট।  ঈদ-উল-আযহাকে মাথায় রেখে মানুষের সচতেন না হলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password