তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্য’র সমাবেশ অনুষ্ঠিত

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্য’র সমাবেশ অনুষ্ঠিত

গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক বৈষম্য দূর করণসহ বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্য’র সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “স্বাধীনতার পর থেকে নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পায়নি। রাষ্ট্রীয় পর্যায় থেকে সীমান্ত হত্যার কঠোর প্রতিবাদ না করায় সীমান্ত নিরীহ বাংলাদেশিদের হত্যার মিছিল এখনো চলছে। দূর হয়নি বাণিজ্যিক বৈষম্য।”

সমাবেশে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। আমরা বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রধানমন্ত্রী কাছে সীমান্ত হত্যার বন্ধে কার্যকার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর হাস্যকর বক্তব্যে দেশবাসী হতাশ।”
এ সময় পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আমন্ত্রণের নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ বাংলাদেশের অসাম্প্রদায়িক সংবিধানের উপর আঘাত।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password