শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা প্রদানে বিশেষ বরাদ্দ ঘোষিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি

শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা প্রদানে বিশেষ বরাদ্দ ঘোষিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি

আজ ১৬ জুন ২০২১ বুধবার বিকাল ৩ টায় তৃণমূল শ্রমিক গণফোরামের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫৫/১, সিদ্দিক ম্যানশন (৫ম তলা), পুরানা পল্টন, ঢাকায় “২০২১-২২ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেটের পর্যালোচনামূলক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২১-২২ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেটে গরীব, সংগঠিত ও অসংগঠিত খাতের শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র উদ্যোক্তা ও হকার, বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক ও করোনা সংকটে নিঃস্ব জনগোষ্ঠীর স্বার্থ ও যুবকদের কর্মসংস্থান উপেক্ষিত হয়েছে। প্রাক বাজেট আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদগণ জীবন-জীবিকার মধ্যে ভারসাম্যের বাজেট অর্থাৎ কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণ ও স্বার্থ ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে গুরুত্ব দেয়ার দাবি করেছিলেন। বাস্তবতা জাতীয় বাজেটে সরকারি আমলা ও বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দেশীয় শিল্পের বিকাশে শিল্পবান্ধব বাজেট প্রণয়নের বিপক্ষে নয়। কিন্তু, তাদের দাবি জাতীয় বাজেট সংসদে পাশ হওয়ার আগেই কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করা হোক।

আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর জাতীয় ও শ্রমিক নেতৃবৃন্দ খসড়া জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য কতিপয় দাবি তুলে ধরেন-

১) সরকারি বন্ধ কলকারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা প্রদানে বাজেটে বরাদ্দ রাখা হোক।

২) সংগঠিত ও অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য সর্বজনীন রেশনিং ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া হোক।

৩) কর্মচ্যূত ও প্রবাস ফেরত শ্রমিকদের বিশেষ অর্থনৈতিক সহযোগিতা ও কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক।

৪) সকল সরকারি বন্ধ কলকারখানা অবিলম্বে চালুর লক্ষ্যে বাজেটে বরাদ্দ দেওয়া হোক।

৫) সংগঠিত ও অসংগঠিত খাতের শ্রমিকদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করা হোক।

তৃণমূল শ্রমিক গণফোরামের সভাপতি শেখ রফিকুল আলম রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ঢাকা উত্তর গণফোরামের আহ্বায়ক হারুন তালুকদার, ঢাকা উত্তর গণফোরামের সদস্য সচিব শফিকুল ইসলাম, তৃণমূল শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও তৃণমূল শ্রমিক গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা পরিচালনা করেন তৃণমূল শ্রমিক গণফোরামের সহ-সভাপতি মোহাম্মদ মাসুম। আলোচনা সভায় গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার সাবেক সংসদ সদস্য মরহুম জামাল উদ্দিন, গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার এ্যাড. আব্দুস শহীদ লাল ও নারীনেত্রী শাহানা বেগমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এসময় অসুস্থ্য কৃষকনেতা গণফোরামের কেন্দ্রীয় নেতা নৃপেন ঘোষের সুস্থ্য কামনা করে প্রার্থনা করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password