জানুয়ারির শেষের দিকে আসছে করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারির শেষের দিকে আসছে করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জানুয়ারি মাসের শেষের দিকে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আনা হবে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের বহির্বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনায় সারা বিশ্বের অর্থনীতিতে বিপর্যস্ত। যেখানে অর্থনীতির প্রবৃদ্ধিতে আমেরিকা ১৫ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশে ৫ ভাগ এগিয়েছে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি। করোনা মোকাবিলায় বিশ্ব আজ বাংলাদেশকে নিয়ে প্রশংসা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের ঔষধ প্রশাসন অনুমোদন দিলে আগামী জানুয়ারির শেষের দিকে দেশে ভ্যাকসিন আনা হবে।’

কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সচিব আলীনুর বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) এইচ এম এনায়েত হোসেন খান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে ৩৮টি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। করোনা প্রতিরোধে সবাইকে সব সময় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন উল্লেখ করে জাহিদ মালেক বলেন, বাংলাদেশের একজন মানুষও চিকিৎসার বাইরে থাকবে না। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে। গড় আয় ২০০ ডলার থেকে ২ হাজার ডলারে উন্নীত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password