করোনাকালের ৫ শিক্ষা, অটুট হয়েছে প্রেম!

করোনাকালের ৫ শিক্ষা, অটুট হয়েছে প্রেম!
MostPlay

একবছর আগে যখন আমাদের ডিকশনারিতে লকডাউন, মহামারী এই শব্দগুলো যুক্ত হয় তখনও অনেকে ভাবেননি যে এইভাবে বদলে যেতে পারে জীবন। এক রাতের ঘোষণায় দেশ জুড়ে শুরু হয় লকডাউন। কেউ বাড়ি ফিরতে পেরেছেন, কেউ পারেননি। কেউ আবার রয়েছেন প্রিয়জনের থেকে অনেক দূরে, অন্য কোনও শহরে। বাড়ি ফিরতে চাইলেও তখন কোনও উপায় ছিল না। যাঁদের প্রতিদিন একবার হাতটা না ধরলে ঘুম হত না, তাঁরাও অভ্যস্ত হয়্ উঠলেন ভিডিয়ো কলে।

লকডাউনের একাকিত্বে যেমন বাংলাদেশের  মেয়ে প্রেমে পড়েছে কলম্বিয়ায় তেমনই দূরত্বের জন্যই বিচ্ছেদ হয়েছে বেশ কিছু সম্পর্কে। এই লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। মন্দা নেমেছে বিশ্ব অর্থনীতিতে। আর এই সবেরই প্রভাব পড়েছে ভালোবাসায়। বদলে গিয়েছে অনেক সম্পর্ক। পুরনো বিবাদ ভুলেও এদিন পাশে দাঁড়িয়েছেন অনেকে। তেমনই সুযোগ বুঝে দূরে সরে গিয়েছেন নিকট আত্মীয়রাই। এই লকডাউন আমাদের বুঝিয়েছে, অর্থ নয় দুটো মানুষের উপস্থিতি, ভালোবাসাই আসল। এছাড়াও আমরা আরও যা কিছু শিখেছি।

জীবনে একে অন্যের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই

 

লকডাউনে অনেক যুগলই বিয়ের পরিকল্পনা করেছিলেন। প্রি ওয়েডিং,জমকালো রিসেপশন সে সবই বাতিল করতে হয়েছে। এছাড়াও করোনার পর এখন অতিথি তালিকাও নিয়ন্ত্রিত। যে কারণে অনেকেই লকডাউনে বিয়ে সেরেছেন সামান্য কিছু আত্মীয় বন্ধুতে। বাকি বন্ধুরা ছিলেন ভিডিয়ো কলে। কিন্তু তাঁরা সকলেই বলছেন জীবনে একে অন্যের থেকে গুরুত্বের আর কিছুই নেই।

আমরা একসঙ্গে আছি তা মনে রাখা দরকার

শুধু আমি আমি করে কোনও লাভ নেই। বরং মন থেকে বলুন আমরা এক। একসঙ্গে আছি। ভালো-মন্দ যা হবে সব একসঙ্গে লড়ব। এই আত্মবিশ্বাসটুকু আমাদের শিখিয়েছে লকডাউন। সারা জীবন যে সঙ্গীর সঙ্গেই কাটাবো আরও জোরদার হয়েছে এই বিশ্বাস।

পজিটিভ থাকুন

জীবনে ভালো-মন্দ যাই আসুক না কেন আমাদের পজিটিভ থাকতে হবে। সেই সঙ্গে ধৈর্য ধরতে হবে। আজ হচ্ছে না মানেই যে কাল হবে না এরকমটা কিন্তু নয়। সবার সঙ্গে মানিয়ে চলার শিক্ষা দিয়েছে লকডাউন।

বিশ্বাস

সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। প্রেমিক-প্রেমিকা ভিন শহরে, ভিন দেশে পড়ে থেকেছেন। মাসের পর মাস দেখা নেই। কিন্তু সম্পর্ক অটুট, শুধুমাত্র বিশ্বাসের জেরেই। সেই বিশ্বাস আরও বেড়েছে। প্রেম বেড়েছে। করোনা ফাটল ধরাতে পারেনি সম্পর্কে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password