সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি: স্বাস্থ্যমন্ত্রী

সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি: স্বাস্থ্যমন্ত্রী

আমরা সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধন এবং অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলানসহ অন্যরা। নিজেকে সফল দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যখন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছি, তখন শুরু হয়েছিল ডেঙ্গু বিপর্যয়।

আর এখন পেলাম করোনা মহামারি। আমরা সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি। জাহিদ মালেক বলেন, অনেকে ঘরে বসে নিরাপদে থেকে সমালোচনা করেছেন, কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াননি। আমরা মানুষের সেবা দিয়ে গেছি। অন্য অনেক দেশের অবস্থা খুবই নাজুক। দেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ছাড়া এই অঞ্চলে অন্য কোনও রাষ্ট্র তা পারেনি।

বাংলাদেশে প্রত্যেকে চিকিৎসা পেয়েছে হাসপাতালে। তিনি আরো বলেন, আজকে আমাদের সংক্রমণের হার অনেক কম। সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ। ডাক্তার নার্সরা জীবন দিলো, কিন্তু সমালোচনা থামছে না। আমাদের প্রশংসা করতে হবে, প্রশংসা করলে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা আরও বেশি অনুপ্রাণিত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password