এগিয়ে চলছে দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদের নির্মাণ কাজ

এগিয়ে চলছে দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদের নির্মাণ কাজ

পুরোদমে এগিয়ে চলছে দেশব্যাপী ৫৬০ টি মডেল মসজিদের ও ইসলামি কালচারাল সেন্টারের নির্মাণ কাজ। জেলা, উপজেলা ও উপকূলীয় এলাকায় তিনটি ভিন্ন মডেলে নির্মাণ কাজ চলা এসব মসজিদ যাত্রা শুরু করবে আগামী মার্চেই।একটি মডেল মসজিদ। নামাজ আদায় তো বটেই, যাতে আরো থাকবে লাইব্রেরি, গবেষণা ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রমসহ নানা সুবিধা। 

এমন মসজিদ নির্মিত হচ্ছে দেশের সব উপজেলায়। সিরাজগঞ্জ সদর উপজেলার গিয়ে দেখা যায় কাজ এগিয়ে চলছে পুরোদমে।সরকারের নিজস্ব অর্থায়নে এ প্রকল্পে খরচ হচ্ছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। জেলা সদর ও সিটি করপোরেশন এলাকার মসজিদে একসাথে ১২শ' মুসল্লি নামাজ পড়তে পারবেন। উপজেলা ও উপকূলীয় এলাকায় সংখ্যাটা ৯০০।

এসব মসজিদে থাকবে ইসলাম বিষয়ক গবেষণা ও হাজীদের ডিজিটাল নিবন্ধনের মতো সুযোগও। সরকার বলছে এটি দেশের ইতিহাসে এ ধরনের সর্বপ্রথম প্রকল্প।সরকারের এমন উদ্যোগে বেশ খুশি মুসল্লিরা। রংপুরে কথা হচ্ছিলো তাদেরই কয়েকজনের সাথে।

আগামী মার্চে ৫০টিসহ এবছর উদ্বোধন করা হবে ১৭০ টি মডেল মসজিদ। আশা করা হচ্ছে আগামী ২ বছরের মধ্যে শেষ হবে সবগুলো মসজিদের নির্মাণ কাজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password