বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ভালুকার সাইদুল ইসলাম

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ভালুকার  সাইদুল ইসলাম

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ পেলেন ভালুকার কৃতী সন্তান উপ-সহকারী কৃষি অফিসার মো. সাইদুল ইসলাম।

এ বছর কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সারা দেশের ২৭ব্যক্তি ও ৫ সংস্থাকে এই পদক দেওয়া হয়।রোববার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় প্রকাশিত বঙ্গবন্ধুর কৃষিবিষয়ক ১০০ অমরবাণীর সংকলন ‘বাণী চিরসবুজ’ ও স্মারকগ্রন্থ ‘চিরঞ্জীব’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, প্রতি বছর স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ-এ তিনটি বিভাগে মোট ৩২টি পদক প্রদান করা হয়ে থাকে। এরমধ্যে স্বর্ণপদক ৫টি, রৌপ্যপদক ৯টি ও ব্রোঞ্জপদক ১৮টি।

এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।পদক পেয়ে খুবই ভালো লাগছে। এতে আমার দায়িত্বটা আরও বেড়ে গেল।

মন্তব্যসমূহ (০)


Lost Password