দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধুর কি নোট উপস্থাপন করবেন বান কি মুন

দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধুর কি নোট  উপস্থাপন করবেন বান কি মুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’র চতুর্থ পর্বে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি।আগামীকাল সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে সকাল ১০টা ৫৫ মিনিটে (দক্ষিণ কোরিয়া সময় দুপুর ১টা ৫৫ মিনিট) অনুষ্ঠিত হবে এ লেকচার সিরিজ।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধান অতিথি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন (সিনিয়র সচিব) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ভার্চুয়ালি অংশ নেবেন।

এদিকে শুক্রবার সিউলে বান কি মুনের সঙ্গে লেকচার অনুষ্ঠানের বিষয়ে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। এ সময় তিনি বঙ্গবন্ধুর ওপর কি-নোট উপস্থাপনে আগ্রহী হওয়ার মুনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সিউল দূতাবাসের পক্ষ থেকে জুম লিংক আইডি 92460011958 এবং পাসওয়ার্ড 15032021 এর মাধ্যমে চতুর্থ ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজে’র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password