জনগণের লুটের টাকায় আল জাজিরায় ডকুমেন্ট প্রকাশকারীদের গ্রেফতারের দাবি

জনগণের লুটের টাকায় আল জাজিরায় ডকুমেন্ট প্রকাশকারীদের গ্রেফতারের দাবি

আজ ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জনগণের লুটের টাকায় আল জাজিরায় ডকুমেন্ট প্রকাশকারীদের গ্রেফতার, লুটপাট রোধে ব্যর্থ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের সকল সম্পদের সুষম বন্টনের দাবিতে’ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।

এ সময় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ বলেন, “আল জাজিরা হলো ওসামা বিন লাদেনের চ্যানেল। আইএস’র চ্যানেল। জঙ্গিদের একটি চ্যানেল। বার্মায় নির্বিচারে মুসলমান হত্যার ঘটনায় তারা ডকুমেন্টারী করে নাই, ফিলিস্তিন নিয়ে কোন ডকুমেন্টারী করে না। তারা মোটা অংকের ডলারের বিনিময়েই এই ডকুমেন্টারী করেছেন। অতীতে যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জনগনের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে রেখেছিল সেই টাকা দিয়ে আবারো ক্ষমতায় যাওয়ার জন্য এই ডকুমেন্টারী প্রকাশ করেছে। দেশের অভ্যন্তরীণ বিষয় বহির্বিশ্বে এভাবে প্রচার করে দেশের সুনাম ক্ষুন্ন করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হোক।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক আরো বলেন, “বর্তমান সরকারের আমলেও পূর্বের সরকারের মতোই লুটপাট ও অর্থ পাচার চলছে। বারবার অঙ্গীকার করা সত্ত্বেও বর্তমান সরকার দুর্নীতি, লুটপাট, অর্থপাচার বন্ধ করতে পারে নাই। কাজে আমরা এ ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি।”

তিনি আরো বলেন, “লুটেরাদের লুটপাটের কারণে দেশের দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে। দিন দিন মানুষ সর্বহারা হচ্ছে। খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে। মানুষ অনাহারে অদ্যাহারে দিনাতিপাত করছে। বিনা চিকিৎসার মানুষ মারা যাচ্ছে। আমরা রাষ্ট্রের সকল সম্পদের সুষম বন্টন চাই। লুটপাটের অবসান চাই।”

এ সময় আরো উপস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা কমরেড বিজ্ঞানী সামছুল হক সরকার, কমরেড বায়েজিদ, কমরেড আলাউদ্দিন, কমরেড মোস্তফা আল খালিদ, কমরেড রকিবুল ইসলাম, কমরেড রাসেল, কমরেড বিন ইয়ামিন সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password