চট্টগ্রামে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণ

চট্টগ্রামে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণ

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় শুক্রবার চলন্ত বাসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর বাসচালক আজাদ খান (২৩) ও তার সহকারী শাহেদুল ইসলাম (১৯)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নতুন ব্রিজ বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

"ঘটনার তিন দিন পর নিহতের স্বামী বাদী হয়ে মঙ্গলবার কর্ণফুলী থানায় একটি মামলা করেন। মামলায় বাসচালক ও তার সহকারীকে আসামি করা হয়। পরে দুইজনকে গ্রেপ্তার করা হয়।" নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, "শুক্রবার নির্যাতিতা পটিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত সাড়ে ৯টার দিকে সে পটিয়া মনসা বাসস্ট্যান্ড থেকে স্বামীর বাড়িতে ফেরার জন্য একটি বাসে ওঠে। বাসটি নগরীর কর্ণফুলী থানা এলাকার শাহ আমানত সেতু টোল প্লাজার কাছে পৌঁছালে বাকালিয়া তুলাতী এলাকায় বাসটি চালক ও তার সহকারী তাকে ধর্ষণ করে।

“সে সময় ওই মহিলা বাসে একাই ছিলেন। ঘটনার সময় চালক ও তার সহকারী বাসটিকে বিভিন্ন রুটে চালান। রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে পটিয়ার শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password