স্ত্রীর জন্য এক রিকশাচালকের ছুটে চলা

স্ত্রীর জন্য এক রিকশাচালকের ছুটে চলা

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এক নারীর মাথা ন্যাড়া করে দিয়েছেন তার স্বামী। স্ত্রীকে অসামাজিক কাজে যুক্ত করে টাকা আয় করতে চেয়েছিলেন তিনি (স্বামী)। কিন্তু ওই নারী অনৈতিক এ কাজে সম্মতি না দেয়ায় পাষণ্ড স্বামী তার মাথার সব চুল কেটে দিয়েছেন। এ ঘটনায় পুলিশ পাষণ্ড ওই ব্যক্তিকে আটক করেছে।এছাড়াও বিভিন্ন সময় স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন এবং হত্যার ঘটনা অহরহ ঘটছে আমাদের দেশে। বিশেষ করে যৌতুকের ক্ষেত্রে এসব ঘটনা ঘটছে বেশি। চারপাশে যখন এমন অমানবিক ঘটনা ঘটছে ঠিক ওই সময় রিকশাচালক এক ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে বাঁচাতে ছুটছেন দিকবিদিক।

গত ৫ মাস ধরে রমজান আলী নাম

র এ রিকশাচালক বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা তুলে স্তন ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর ৫টি কেমো থেরাপি সম্পন্ন করেছেন। আর মাত্র একটি থেরাপি বাকি রয়েছে। সেটি দেয়া হবে আগামী ২৩ মার্চ। এ থেরাপি দেয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট ভালো হলেই হবে অপারেশন। প্রতিটি থেরাপি দিতে সব কিছু মিলে তার খরচ হচ্ছে ১৮ হাজার ৭৬০ টাকা। এরমধ্যে প্রতিটিতে ৩ হাজার টাকা করে সহযোগিতা করছেন ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার আলিয়া শাহনাজ। তার অধীনেই চিকিৎসা নিচ্ছেন রমজান আলীর স্ত্রী মনি বেগম (৩৭)

রমজান আলীর বাড়ি নাটোর সদর উপজেলার ৫নং বড়হরিশপুর ইউনিয়নের কামারদিয়া (রাজাপুর) গ্রামে। ১৫/১৬ বছর আগে ঢাকায় চলে আসেন তিনি। বর্তমানে থাকেন রাজধানীর খিলগাঁওয়ের উত্তরগরান আদর্শ বাগ এলাকায়।

লোকমুখে শুনে অনেক ভরসা নিয়ে কিছুদিন আগে জাগোনিউজের কার্যালয়ে আসেন রমজান আলী। বিশ্বাস অর্জনে সঙ্গে আনেন স্ত্রীর প্রেসক্রিপশনসহ চিকিৎসার যাবতীয় কাগজপত্র।

তিনি জানান, স্ত্রীর চিকিৎসার জন্য ছুটোছুটি করতে গিয়ে ৬ মাস ধরে নিয়মিত রিকশা চালানো হয় না। এ কারণে তার আয় রোজগার কমে গেছে। তারপরও প্রতিমাসে স্ত্রীর পেছনে চিকিৎসা বাবদ খরচ হচ্ছে প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও সংসার খরচ তো রয়েছেই। তার পরিবারে ৭ বছরের এক ছেলে ও ১৮ বছরের এক মেয়ে রয়েছে। খিলগাঁওয়ে এক রুমের যে বাসায় তিনি থাকেন সেটির ভাড়া ৫ হাজার টাকা। স্ত্রী ও মেয়ে থাকে ঘরে। আর তিনি ছেলেকে নিয়ে থাকেন বারান্দায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password