নওগাঁয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেপ্তার

নওগাঁয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেপ্তার

নওগাঁয় ১৪ বছর পলাতক থাকার পর নওগাঁ শহর থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ হোসেন (৩৫) নামে এক আসামীকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৫।

আরিফ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকার মো. রাহেদুলের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ হোসেন ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কালাই থানায় নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালান নিয়ে আটক হয়। এরপর প্রায় ১৪ বছর পলাতক থাকা অবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় দেন।

যথাযথ আইনগত ব্যবস্থা নিতে তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password