যাত্রীসেবায় ট্রেনেও যুক্ত হচ্ছে ‘ট্রেনবালা’

যাত্রীসেবায় ট্রেনেও যুক্ত হচ্ছে ‘ট্রেনবালা’
MostPlay

কক্সবাজার এক্সপ্রেসের পর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও ট্রেনবালা বা (নারী স্টুয়ার্ড) যুক্ত হয়েছে। মঙ্গলবার (২রা জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এ ট্রেনটিতে ট্রেনবালাদের দায়িত্ব পালনরত অবস্থায় দেখা যায় বলে জানান যাত্রীরা।

দৃষ্টিনন্দন ড্রেস পরিহিত এসব নারীরা ট্রেন যাত্রীদের সেবা দেন আন্তরিকতার সঙ্গে। পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং-অনবোর্ড সার্ভিস প্রোভাইডার ওনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে নারী স্টুয়ার্ডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন তাদেরকে একের পর একে আন্তঃনগর ট্রেনে যুক্ত করা হচ্ছে। সবমিলিয়ে এখন বিমানের মতো ট্রেনেও নারী সেবক যুক্ত করা হয়েছে।

রেলওয়ে ক্যাটারিং-অনবোর্ড সার্ভিস প্রোভাইডার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর তাদের আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এখন তাদের ট্রেনে যুক্ত করা হচ্ছে। নারী হিসেবে যাতে তারা কোনো সংকোচ না করেন, সেদিকেও খেয়াল রাখছি। তাদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password