সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাত থেকে আটজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাভারের সিঅ্যান্ডবি-কলমা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। মরদেহগুলো সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এনাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তিনজনের মরদেহ এসেছে। আরো সাত-আটজন আহত আছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password