একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন সৌদিপ্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার (৮ জানুয়ারি) সকালে দেড় ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এসব শিশুর জন্ম হয়।

হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক জানান, পাঁচ শিশুর মধ্যে একটি মেয়ের মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামের বাসিন্দা রুমা আক্তার (২৬)। পরের দিন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। পরে একে একে চার সন্তান জন্ম দেন। শিশুগুলো অপরিপক্ব হওয়ায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password