ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিলো। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, এ দুর্ঘটনায় মৃত্যু আরও বাড়তে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন