করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় বীমা দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালি করেন আয়োজকরা। র্যালীটি উপজেলা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দাফতরিক কর্মকর্তাবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন