নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মতিয়ার রহমান ও মান্দা থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় ডিবি ও মান্দা থানা পুলিশের একটি চৌকস দল রাজশাহীর শাহমখদুম এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি
০১। মোঃ রুবেল মোল্লা ওরফে রবিউল (৪২) গ্রেফতার করে তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামি ২। মোঃ সাদ্দামকে মিয়া গ্রেফতার করে এবং চোরাইকৃত অটো ভ্যানটি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন ধরে নওগাঁ, রাজশাহী, নাটোরসহ আশেপাশের জেলাগুলোতে অটো ভ্যান, অটো রিক্সা, সিএনজি ইত্যাদি চুরি এবং ছিনতাই করে আসছিল।
আসামি রুবেল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি এবং সাদ্দামের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন