আগামী ২৫ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল পর্যন্ত মিছিল করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামী। গত দুই মাসে এই নিয়ে তিনবার মিছিলের অনুমতি চেয়ে আবেদন করল জামায়াত। এর আগের দু'বার আবেদন করলেও অনুমতি পায়নি দলটি।
জামায়াত সূত্র জানিয়েছে, এবারও অনুমতি মিলবে না ধরে নিয়েই আবেদন করা হয়েছে। জামায়াত আইনের প্রতি শ্রদ্ধাশীল- তা দেখাতেই আবেদন অব্যাহত রাখা হবে। ২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা করবে বিএনপি। একই দিনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াত।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্যাডে করা আবেদনপত্র নিয়ে ডিএমপিতে যান সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়াসহ চারজন। সাইফুর রহমান বলেন, ডিএমপি কমিশনারের সাক্ষাৎ পাওয়া যায়নি। অনুমতির বিষয়ে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত গণতান্ত্রিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। পুলিশ মিছিলের অনুমতি দেবে এবং কর্মসূচি পালনে সহযোগিতা করবে বলে আশা করছি। ১০ দফার পক্ষে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৪ ডিসেম্বর বিএনপির মতো জামায়াতও বিভিন্ন জেলায় মিছিল করে।
গত ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপি ও সমমনা দলগুলো পুলিশের অনুমতি নিয়ে মিছিল করে। দীর্ঘ আট বছর পর আবেদন করলেও সেদিন মিছিলের অনুমতি পায়নি জামায়াত। সেদিন মৌচাকে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এদিকে মৌচাক থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ না করায় বিএনপির ওপর ক্ষুব্ধ হয়ে যুগপৎ আন্দোলন থেকে সরে যায় জামায়াত।
এরপর গত ১১ ফেব্রুয়ারি থেকে আবার যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে শরিক হয় জামায়াত। এমনকি পুলিশের অনুমতি চেয়েও আবেদন করে দলটি। কিন্তু অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে যেতে পারেনি জামায়াত। এর পরদিন বাড্ডা-গুলশান এলাকায় বিনা অনুমতিতে মিছিল করে তারা। ওই মিছিল থেকে দলটির চার কর্মীকে আটক করে পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন