নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আত্রাই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে র‌্যালি পরবর্তী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ। উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password