নওগাঁ-৪ আসনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

নওগাঁ-৪ আসনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
MostPlay

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদ গামা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ছয়টি সংসদীয় আসন। এর মধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনটিতে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। এর ফলে পাঁচটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ প্রার্থী।

এই পাঁচ আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে ৪ হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password