ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। । বৃহস্পতিবার ৬ এপ্রিল) রাত ১০টার ২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টা ২ মিনিটে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওয়ানা দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং হতাহত আছে কী না তা তৎক্ষণাৎ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password