শিক্ষাক্ষেত্রে মেধার যথাযথ স্বীকৃতি দিতে নওগাঁর ধামইরহাটে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত এসব মেধাবীদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখে আনন্দ ও গর্বের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ জেসমিন আক্তার বলেন, “বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাঠ্যপুস্তক নির্ভরতা নয়—বাস্তবজ্ঞান, নৈতিকতা ও লক্ষ্যভিত্তিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আজ যেসব শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হলো, তারাই আগামী দিনের নেতৃত্বে আসবে। এই সম্মাননা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।”
পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মঞ্চে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার মুহূর্তটি।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন