কর্মদিবসের পরিবর্তে সমাবেশ পিছিয়ে ছুটির দিনে নিয়ে অনুমতি চেয়েও পায়নি জামায়াতে ইসলামী। শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছিল দলটি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুমতি পায়নি জামায়াত। এর আগে বিকেলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামীকে এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’
জামায়াত নেতারাও অনুমতি না পাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। তাঁরা জানান, সংঘাত এড়াতে বিনা অনুমতিতে সমাবেশ করার চেষ্টা করা হবে না। শুক্রবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এক দশক পর প্রকাশ্য রাজনীতিতে ফেরা জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমান ও অন্য নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় উত্তর গেটে সমাবেশ করতে চেয়ে গত ২৪ জুলাই আবেদন করে। অনুমতি না পেয়ে সমাবেশ পিছিয়ে দেয়, সোহরাওয়ার্দীতে স্থানান্তর করে। কর্মসূচি সফলে দলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত লিফলেট বিতরণ, থানায়-ওয়ার্ডে সভাসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছিল।
পুলিশের অনুমতি নিয়ে ১০ বছর পর গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে যুদ্ধাপরাধের বিচারের ফলে দীর্ঘদিন কোনঠাসা থাকা জামায়াত। এটা রাজনীতিতে আলোচনা তৈরি করে। সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন ওঠে। এর মধ্যে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্বও প্রকাশ্যে আসে।
ডাক না পাওয়ায় বিএনপির একদফার আন্দোলনে যোগ না দিয়ে নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেয় আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত। কিন্তু রাজধানীসহ দেশের কোথাও কর্মসূচি পালনের অনুমতি পাচ্ছে না। প্রতিদিনই দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন