যে কারণে পুরুষের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে

যে কারণে পুরুষের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে

স্থূলতার কারণে শরীরে হৃদরোগ, ক্যান্সারের মত নানান ব্যাধি বাসা বাঁধতে পারে। কিন্তু সম্প্রতি গবেষণায় উঠে এসেছে যে স্থূলতার কারণে পুরুষের বন্ধ্যাত্বও দেখা দিতে পারে। এক সাক্ষাতকারে মুম্বাইয়ের নভ কন্সাল্টেশন সেন্টারের গবেষক ড. সৌম্য শেঠি জানান, স্থূলতা পুরুষের শুক্রাণুর উৎপাদন এবং কাউন্ট সাধারণ পুরুষের চেয়ে অনেক কম।

তিনি এর কারণ হিসেবে জানান, স্থূলতার ফলে এ-বেস টিস্যু নামে একটি টিস্যু এস্টোজেন ও টেস্টেরন হরমোন লেভেলের মধ্যে অসামঞ্জস্য তৈরি করে। আর এই অসামঞ্জস্যই বন্ধ্যাত্বের প্রধান কারণ। এই হরমোনর অসামঞ্জস্যের কারণে বন্ধ্যাত্ব ছাড়াও আরও অনেক শারীরিক সমস্যা হতে পারে।

স্থূলতার কারণ হিসবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, মদ্যপান ও ধূমপানকে বিশেষভাবে দায়ী কারণে এ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা। স্থূলতার ফলে আরও যে সব রোগ হতে পারে তার মধ্যে, হাইপার-টেনশন, চর্মরোগ উল্লেখযোগ্য।

এই স্থূলতা থেকে বাঁচতে এবং বন্ধ্যাত্ব দূর করতে গবেষক ড. শেঠি বলেন, স্থূলতা কমাতে শারীরিক কসরতের বিকল্প নেই। পাশাপাশি খাবার গ্রহণ এবং আনুষাঙ্গিক বদভ্যাস থেকেও নিজেদের দূরে রাখতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানসিক শক্তি ধরে রেখে নিজেকে সুস্থ ও সামর্থবান করে তুলতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্যসমূহ (০)


Lost Password