চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় চলন্ত অবস্থায় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। বেলা সাড়ে ১২ টার দিকে সেতু সংলগ্ন গোলচত্বরে এ ঘটনা।
অগ্নিদগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, দুপুরে শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন