রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

রাজধানীর মালিবাগ রেলগেটে বাস-ট্রেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ে থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল ফারুক জানান, বুধবার রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধার তৎপরতা চলছে। রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। বাসে যাত্রী না থাকায় হতাহত হয়নি কেউ।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা গেছে, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে সব যাত্রী নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। অন্যদিকে ট্রেনটির নাম দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ফিরছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password