ভেঙে পড়ল বিএনপির তারুণ্যের সমাবেশ মঞ্চ

ভেঙে পড়ল বিএনপির তারুণ্যের সমাবেশ মঞ্চ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ভিড়ে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছে। অতিরিক্ত নেতাকর্মী ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়ে। পরে তাৎক্ষণিক আবার এটি ঠিক করা হয়। শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। পরে বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হয়। মঞ্চ ভেঙে পড়ায় আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আহত দুজনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। তাকে ভর্তি করা হয়েছে। অপর একজনের বাম পায়ের গোড়ালি মচকে গেছে। আমরা তার পা প্লাস্টার করে দিয়েছি। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সমাবেশে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। তারুণ্যের এ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password