নওগাঁয় বিএনপির ১১৪ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

নওগাঁয় বিএনপির ১১৪ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ
MostPlay

বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে নওগাঁয় বিএনপির ১১৪ জন নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রোববার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ওয়ারেন্ট ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে এবং এটি চলমান থাকবে। অন্যদিকে জেলা বিএনপির নেতাদের অভিযোগ, শনিবারের মহাসমাবেশ পরবর্তী হরতালকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নওগাঁ সদরে ১১জন, নিয়ামতপুরে ১৩, মান্দায় ৯, মহাদেবপুরে ৮, বদলগাছি ১১, সাপাহারে ১৭, পোরশায় ১০, ধামইরহাটে ৮, পত্নীতলায় ৮, আত্রাইয়ে ১১ এবং রাণীনগর উপজেলায় ৮ জন রয়েছেন। গ্রেফতারের বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বলেন, আজকের হরতালকে বানচাল করতে এবং বিএনপির কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য পুলিশ ধরপাকড় শুরু করেছে। গত রাতে নওগাঁ সদরসহ সবগুলো উপজেলা থেকে বিএনপির ও এর সহযোগী সংগঠনের ১১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকের পর পুরনো গায়েবী মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে নেওয়া হয় এবং পরে আদালতের নির্দেশে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এটি পুলিশের রুটিন ওয়ার্ক।

মন্তব্যসমূহ (০)


Lost Password